Thursday, August 28, 2025

মেয়রের সরকারি ঘরে রাজনৈতিক কর্মসূচি! বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

কলকাতা পুরসভার মেয়রের সরকারি ঘরেই প্রকাশ্যেই রাজনৈতিক কর্মকাণ্ড! সরকারি দফতরকে দলীয় দফতর বানানোর অভিযোগে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে তৃণমূল৷ শনিবার এক বাম মহিলা-কাউন্সিলর দলবদলে যোগ দিয়েছেন তৃণমূলে। এই দলবদল পর্বটি হয়েছে পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের ঘরে, তাঁর উপস্থিতিতেই৷ প্রশ্ন উঠেছে, প্রশাসনিক দফতরে এই কর্মসূচির আয়োজন কেন করা হলো?

কলকাতা ৪১ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর রীতা চৌধুরি শনিবার দলবদল করে তৃণমূলে যোগ দেন। দুপুরে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে মেয়রের ঘরেই রীতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। সেই সময় মেয়রের ঘরে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুরসভার চেয়ারপার্সন মালা রায়, বিধায়ক স্মিতা বক্সি, মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ অনেকে। এই ঘটনার পরই পুরসভার বিরোধী দলনেত্রী রত্না রায় মজুমদার বলেন, ‘‘পুর ভবনের মেয়রের ঘরে বসে দলবদলের কাজ হল। পুরভবন কোনও দলের কার্যালয় নয়। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সম্মানহানি করেছে তৃণমূল। এটা ঠিক হয়নি। আমরা এর তীব্র বিরোধিতা করছি।’’
ওদিকে, এই কাজে প্রশ্ন তোলার মতো কিছু দেখছেন না মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, “মেয়রের টেবিলে হয়নি। ঘরের একটা পাশে হয়েছে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।’’ বিরোধীরা মেয়রের এই যুক্তি মানতে নারাজ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, ‘‘এ রাজ্যে আইনকানুন কিছুই নেই। নবান্নে বসে তৃণমূলের প্রোগ্রাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের নামে দলীয় বৈঠক করেন। মেয়র তাঁর ঘরের ভিতর তৃণমূলের পতাকা জড়ো করে রেখেছেন। যাঁকে যখন মনে হচ্ছে, তৃণমূলের পতাকা দিয়ে দিচ্ছেন। অথবা কারও পতাকা কেড়ে নিচ্ছেন। বেনিয়মের নিয়ম চলছে রাজ্যে। এটা বেআইনি কাজ।’’ কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বলছেন, ‘‘মেয়র সবসময় রাজনীতির ঊর্ধ্বে। পুরসভার মধ্যে মেয়রের ঘরে রাজনৈতিক কাজ হবে কেন? কাজটা ঠিক হয়নি। খুবই খারাপ হয়েছে।’’ বিষয়টি নিয়ে রীতাদেবী অবশ্য কোনও মন্তব্য করেননি।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...