অন্তিম দিনেও নানান সাংস্কৃতিক উৎসব জেলা বই মেলায়

জেলা বই মেলাটি চলছিল পার্কসার্কাস ময়দানে। আজ ছিল মেলার দ্বিতীয় দিন। বই প্রেমীদের জন্যই এই মেলার আয়োজন হয়েছে দ্বিতীয়বার। রবিবার মেলার শেষ দিন হলেও নানান সাংস্কৃতিক উৎসবে জমজমাট ছিল ময়দান চত্বর।

এই মেলায় আলাদা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বইয়ের স্টল ছিল, বই প্রেমীরা ভিড় জমিয়ে ছিল লিটল ম্যাগাজিন, ওয়ান ওয়ার্ল্ড ,পালক প্রকাশনী,জ্ঞান বিচিত্রা ও উর্দু বইয়ের স্টল গুলিতে।

মেলায় এক বই বিক্রেতা জানিয়েছেন, ডিজিটাল মিডিয়ার যুগেও বাচ্চারা এখনও মা বাবার হাত ধরে বই মেলায় এসে বই কিনছে। তবে নতুন প্রজন্মের বইয়ের প্রতি ভালোবাসা কমছে।

তবে বিক্রেতার জানিয়েছেন, আন্তর্জাতিক বইমেলা হয়ে যাওয়ার পরেও এই জেলা বইমেলাতে মানুষ ভিড় জমাচ্ছে।