তৃণমূল সরকারের বিরুদ্ধে ১০ দফার চার্জশিট প্রকাশ বঙ্গ-বিজেপি’র

পুরভোটকে সামনে রেখে বঙ্গ-বিজেপি গত ১মার্চ চালু করেছে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি৷ রবিবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য বিজেপি ১০ দফা অভিযোগ-সম্বলিত এক ‘চার্জশিট’ প্রকাশ করেছে৷ এই চার্জশিটে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমন করা হয়েছে৷ ১০ দফা চার্জশিটের মূল যে ১০টি বিষয় তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলিকে সামনে রেখেই রাজ্য- বিজেপি পুরভোট প্রচারে যাবে৷ দলের তরফে বলা হয়েছে, তৃণমূল সরকারের বিরুদ্ধে পেশ করা এই ১০ দফা চার্জশিট রাজ্যের ৫ কোটি মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে৷ তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্য বিজেপির আনা এই ১০ দফা অভিযোগ হলো :

◾গণতন্ত্র-বিরোধী মমতা
◾হিন্দু-বিরোধী মমতা
◾শরনার্থী-বিরোধী মমতা
◾যুব-বিরোধী মমতা
◾কিষাণ-বিরোধী মমতা
◾মহিলা সুরক্ষা-বিরোধী মমতা
◾উন্নয়ন-বিরোধী মমতা
◾সন্ত্রাস-প্রেমী মমতা
◾কাটমানি ও দুর্নীতির মমতা
◾ভেঙে পড়া অর্থ-ব্যবস্থা

Previous articleক্যাচ মিস, ব্যাটিংয়ে খরা, বিশ্বরেকর্ড গড়ার সান্ত্বনা নিয়েই দেশে ফিরবেন শেফালি
Next articleঅন্তিম দিনেও নানান সাংস্কৃতিক উৎসব জেলা বই মেলায়