Wednesday, November 19, 2025

নিজের শহরে ঝাঁ চকচকে বাংলো কিনে আবেগতাড়িত নেহা কক্কর!

Date:

Share post:

ছবি দেখে বোঝাই যাচ্ছে, বাড়িতে নতুন রঙ করা। গাড়ি থেকে আলোর প্রতিফলনে চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম । পাশের জমিতে হলদে ফুলের সমারোহ । রোদচশমায় বাংলো বাড়ির দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছেন বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর।

ভাবছেন এ দৃশ্য তো স্বাভাবিক? এত বড় তারকা, তাঁর তো এসব থাকবেই। তবে নেহা কক্করের ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা । অনেক সংগ্রাম করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। থাকতেন ভাড়া বাড়িতে, এবার নিজের জন্য বাংলো কিনলেন। উচ্ছ্বাস তো হবেই।
সম্প্রতি সেই বাংলোর সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন নেহা কক্কর। উত্তরাখণ্ডের ঋষিকেশ এলাকায় এই বাংলোটি কিনেছেন নেহা। যে শহরে জন্মেছেন, সেখানে এত দিন পরে এমন একটি বাংলো কিনতে পেরে আবেগতাড়িত গায়িকা।
সেই ভাড়া বাড়ি আর নতুন বাংলোর ছবি পাশাপাশি রেখে নেহা পোস্ট করেছেন ছবি। লিখেছেন আবেগতাড়িত নোট।
একের পর এক হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা তু’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।
একসময় এ শহরেই একটি ভাড়া বাড়িতে তাঁর পুরো পরিবার থাকত। বাঁ দিকের পুরোনো বাড়িটির একটি ঘরে তাঁরা থাকতেন, আর তার সঙ্গে ছোট্ট একটি রান্নাঘরে তাঁর মা রান্না করতেন, সামনে একটি টেবিল পাতা ছিল। এই বাড়ি থেকে চোখ সরিয়ে ডানদিকের চকচকে বাড়িটি এখন তাঁদের। এই শহরে যখন তিনি এই নতুন বাংলোটি দেখেন, তখন আবেগতাড়িত হয়ে পড়েন। এর জন্য নেহা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

spot_img

Related articles

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও...

খুনের সন্ধানে ফিরছে মিতিন, শাড়ি পরে বন্দুক হাতে প্রকাশ্যে কোয়েল

শীতের আমেজে রহস্য সমাধানে ফের বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি। এবার নিখোঁজ স্বামীর সন্ধানে বিধ্বস্ত স্ত্রীকে সাহায্য করতে তদন্তে...

গণধর্ষণের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে ধর্ষিতা! বিজেপিকে ধুয়ে তীব্র নিন্দা তৃণমূলের

রক্ষকই ভক্ষক। সেই উত্তরপ্রদেশ। ধর্ষণ। গণধর্ষণের বিচার চাইতে গিয়ে আবার পুলিশেরই গণধর্ষণের (UP Gang Rape) শিকার নির্যাতিতা। এখানেই...