উত্তরপাড়া মাখলা হাইস্কুল মাঠে পালিত হল অন্যরকম বসন্ত উৎসব। দোল উৎসব উপলক্ষে রাজ্যবাসী মেতে উঠেছে রঙের খেলায়। আর উত্তরপাড়া মাখলা হাইস্কুল মাঠে বসন্ত উৎসব পালন করল লুই বেল মেমোরিয়াল স্কুলের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা। কমপক্ষে ৯০ জন ছাত্রছাত্রী এই উৎসবে যোগ দেয়। বসন্তের গানেই অনুষ্ঠানে রং ছড়ায় তারা। সমাজসেবী খোকন ভুঁইয়া বলেন, মনের চোখ দিয়েই উৎসবের রঙ অনুভব করল ছাত্রছাত্রীরা। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে।
