মঙ্গলবার আস্থা ভোট করানোর জন্য কমল নাথ সরকারকে নির্দেশ পাঠালেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। ১২ ঘণ্টার মধ্যে এটি তাঁর দ্বিতীয় নির্দেশ। এর আগে সোমবার বাজেট অধিবেশনে বিধানসভায় তাঁর ভাষণ শেষ হওয়ার পর আস্থা ভোট করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা অগ্রাহ্য করে দশদিনের জন্য বিধানসভা মুলতুবি করেছেন স্পিকার। এরপর রাজভবনে গিয়ে প্যারেড করেন ১০৬ বিজেপি বিধায়ক। তাদের হেড কাউন্ট করা হয়। বিজেপির দাবি, রাজ্যের কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। তা সত্ত্বেও আস্থা ভোটের মুখোমুখি হতে নারাজ মুখ্যমন্ত্রী। রাজ্যপাল হস্তক্ষেপ করুন। এরপরেই ফের মঙ্গলবার আস্থা ভোট করানোর নির্দেশ দেন রাজ্যপাল। এদিকে আগামীকালই সুপ্রিম কোর্টে উঠবে মধ্যপ্রদেশ মামলা।
