করোনা ঠেকোনোর বুজরুকি দিয়ে গোমূত্র বিক্রি করার অপরাধে মামুদ আলিকে গ্রেফতার করল ডানকুনি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কে বা কারা কী উদ্দেশ্যে মামুদকে দিয়ে এই কাজ করাচ্ছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হুগলির ডানকুনিতে সোমবার করোনাভাইরাস রোধ করতে গোমূত্র ও গোবর বিক্রি করছিলেন মামুদ। এই বুজরুকিতে নিন্দার ঝড় ওঠে চিকিৎসকসহ সব মহলে। তার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় মামুদকে। মামুদকে দিয়ে কে বা কারা স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনা ঘটলেন তা জানতে জেরা করছে পুলিশ।

আরও পড়ুন-বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ শান্তনুশিবিরের বিরুদ্ধে
