Friday, November 14, 2025

কেন রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব গ্রহণ- কী বললেন গগৈ?

Date:

Share post:

কেন রাজ্যসভায় গেলেন? শপথ নিয়ে সংবাদ মাধ্যমে জানাবেন- মঙ্গলবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সোমবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনে রাজ্যসভায় যাচ্ছেন রঞ্জন গগৈ। এরপরেই বাম-কংগ্রেস নেতারা কটাক্ষ করেন, এটি প্রাক্তন প্রধান বিচারপতিতে রামমন্দির মামলার রায়ের পুরস্কার। মঙ্গলবার, গুয়াহাটিতে এবিষয়ে প্রশ্ন করা হলে রঞ্জন গগৈ জানান, সম্ভবত বুধবার তিনি দিল্লি যাবেন। আগে শপথ নিয়েই তিনি বলবেন, কেন রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব তিনি গ্রহণ করেছেন।
প্রধান বিচারপতি থাকাকালীন অনেক ঐতিহাসিক মামলার রায় দিয়েছেন গগৈ। তার মধ্যে প্রধান অযোধ্যা মামলা। পাশাপাশি, তিন তালাক প্রথা বন্ধ এবং কেরালার শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে রিভিউ মামলার রায়ও রঞ্জন গগৈয়ের দেওয়া।

অবসর নেওয়ার ঠিক আগেই বহু বছর ধরে চলতে থাকা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দেয় রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এছাড়াও তাঁর নির্দেশেই অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণ তথা এনআরসির কাজ শুরু হয়।
তবে, শীর্ষ আদালতের প্রধান বিচারপতির রাজ্যসভায় যাওয়া এই প্রথম নয়। এর আগে প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর রঙ্গনাথ মিশ্র কংগ্রেসে যোগ দেন এবং ১৯৯৮-এ কংগ্রেস সাংসদ হিসেবে রাজ্যসভায় যান তিনি। এবার, শপথ নিয়ে গগৈ তাঁর সাংসদ হওয়ার বিষয়ে কী জানান সেটা দেখার।

আরও পড়ুন-এখনও শ্বাস-প্রশ্বাস চলছে পিকের, ঈশ্বরে ভরসা রাখছেন প্রসূন

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...