Saturday, January 10, 2026

কেন রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব গ্রহণ- কী বললেন গগৈ?

Date:

Share post:

কেন রাজ্যসভায় গেলেন? শপথ নিয়ে সংবাদ মাধ্যমে জানাবেন- মঙ্গলবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সোমবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনে রাজ্যসভায় যাচ্ছেন রঞ্জন গগৈ। এরপরেই বাম-কংগ্রেস নেতারা কটাক্ষ করেন, এটি প্রাক্তন প্রধান বিচারপতিতে রামমন্দির মামলার রায়ের পুরস্কার। মঙ্গলবার, গুয়াহাটিতে এবিষয়ে প্রশ্ন করা হলে রঞ্জন গগৈ জানান, সম্ভবত বুধবার তিনি দিল্লি যাবেন। আগে শপথ নিয়েই তিনি বলবেন, কেন রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব তিনি গ্রহণ করেছেন।
প্রধান বিচারপতি থাকাকালীন অনেক ঐতিহাসিক মামলার রায় দিয়েছেন গগৈ। তার মধ্যে প্রধান অযোধ্যা মামলা। পাশাপাশি, তিন তালাক প্রথা বন্ধ এবং কেরালার শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে রিভিউ মামলার রায়ও রঞ্জন গগৈয়ের দেওয়া।

অবসর নেওয়ার ঠিক আগেই বহু বছর ধরে চলতে থাকা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দেয় রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এছাড়াও তাঁর নির্দেশেই অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণ তথা এনআরসির কাজ শুরু হয়।
তবে, শীর্ষ আদালতের প্রধান বিচারপতির রাজ্যসভায় যাওয়া এই প্রথম নয়। এর আগে প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর রঙ্গনাথ মিশ্র কংগ্রেসে যোগ দেন এবং ১৯৯৮-এ কংগ্রেস সাংসদ হিসেবে রাজ্যসভায় যান তিনি। এবার, শপথ নিয়ে গগৈ তাঁর সাংসদ হওয়ার বিষয়ে কী জানান সেটা দেখার।

আরও পড়ুন-এখনও শ্বাস-প্রশ্বাস চলছে পিকের, ঈশ্বরে ভরসা রাখছেন প্রসূন

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...