অযথা আতঙ্ক ছড়াবেন না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো খবরও ছড়াবেন না। বুধবার নবান্নে সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মিডিয়াকেও বেলাগাম না হতে অনুরোধ করলেন। পাশাপাশি বললেন, এটা রাজনীতির সময় নয়। আমার সঙ্গেও কেন্দ্রের ঝগড়া আছে। কিন্তু এখন এসবের সময় নয়।

মুখ্যমন্ত্রী বলেন, কয়েকটা কাগজ আর চ্যানেল আতঙ্ক ছড়াচ্ছে। এগুলো আমরা লক্ষ্য রেখেছি। আবার অন্য চ্যানেলের নামে ফেক নিউজও ছাড়া হচ্ছে। এসব আমরা বরদাস্ত করব না। ইরেসপন্সিবল নিউজ করলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কমিশনারকে বলেছি, কড়া ব্যবস্থা নিতে। আইনি চিঠি পৌঁছে যাবে সেই সংবাদ মাধ্যমের কাছে।
