করোনা আতঙ্কে বন্ধ পতিতালয়, নির্দেশ সরকারের

যৌনপল্লিতেও নিষেধাজ্ঞা জারি। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত দেশের সবথেকে বড় যৌনপল্লি বন্ধ করে দিল বাংলাদেশ সরকার। গোয়ালন্দ ঘাটের কাছে গড়ে ওঠা দৌলতদিয়া যৌনপল্লি শুধু বাংলাদেশ নয় এশিয়ার সবথেকে বড় গণিকালয় গুলির মধ্যে একটি। বর্তমানে প্রায় চার হাজার যৌনকর্মী এখানে পেশায় যুক্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। তাই মারণ ভইরাসের সংক্রমন রুখতে আপাতত ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে দুশ্চিন্তার ভাঁজ যৌনকর্মীদের মধ্যে। তবে ব্যবসা বন্ধ থাকার জন্য যাতে তাদের দিন গুজরানে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেক যৌনকর্মীকে বিনামূল্যে ১৫ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তাছাড়া ভাড়াটিয়াদের কাছ থেকে আপাতত বাড়িভাড়া না নেওয়ার জন্যও কুঠি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সুখী দেশের তালিকায় পাশমার্ক পেল না ভারত, পিছনে আফগানিস্থান

Previous articleসুখী দেশের তালিকায় পাশমার্ক পেল না ভারত, পিছনে আফগানিস্থান
Next articleমোদির উল্টো পথে হেঁটে করোনায় দিলীপের টোটকা সেই গোমূত্র-নিমপাতা