সুখী দেশের তালিকায় পাশমার্ক পেল না ভারত, পিছনে আফগানিস্থান

সুখী দেশ হিসেবে দশ ধাপ পিছল ভারত। গতবার ভারতের স্থান ছিল ১৩৩ । এবারে সেখান থেকে নেবে ১৪৪। এই নিয়ে তিনবার সবথেকে সুখী দেশের তকমা পেল ফিনল্যান্ড। প্রথম দশে রয়েছে সুইত্জািরল্যান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রিয়ার নাম। একশ ছাপ্পান্ন টি দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে গবেষকরা এই তালিকা প্রকাশ করে। এই তালিকা মূলত জিডিপি, সামাজিক সমর্থন, ব্যাক্তিগত স্বাধীনতা ও দুর্নীতির হারের ওপর নজর রেখে তৈরি করা হয়। ফিনল্যান্ড সুখী দেশ কারণ এখানকার মানুষ কখনও একাকী অনুভব করেন না। একে অপরের আনন্দ ভাগ করে নেন। এছাড়াও সামাজিক বৈষম্য ও দারিদ্রের হার ফিনল্যান্ডে খুবই কম। গোটা দেশে দুর্নীতি প্রায় নেই বললেই চলে। ভারতের থেকে অসুখী দেশ গুলি হল জিম্বাবোয়ে, দক্ষিণ সুদান । আফগানিস্থান বর্তমানে বিশ্বের সবথেকে দুঃখী তম দেশ আফগানিস্থান।

Previous articleকরোনা সতর্কতা: জারি রাজ্য সরকারি বিজ্ঞপ্তি, না মানলে কড়া আইনি পদক্ষেপ
Next articleকরোনা আতঙ্কে বন্ধ পতিতালয়, নির্দেশ সরকারের