করোনা সতর্কতা: জারি রাজ্য সরকারি বিজ্ঞপ্তি, না মানলে কড়া আইনি পদক্ষেপ

করোনাভাইরাস সংক্রমণ রোধে অত্যন্ত সজাগ এবং সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে রাজ্য সরকার পক্ষ থেকে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে। এই নিয়ম লংঘন করলে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

সংক্রমণ যাতে কোনোভাবে মারাত্মক আকারে ছড়াতে না পারে, সেজন্য বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এ বিষয়ে অত্যন্ত তৎপর। সংবাদ মাধ্যমেও সতর্কতামূলক প্রচার করছে রাজ্য সরকার। যে কোনো রকম ভিড় ও জামায়েতে এই সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াতে পারে। সেই কারণে রাজ্য সরকারের তরফে বেশ কিছু ক্ষেত্র বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে। ২২ মার্চ, রবিবার সকাল 6টা থেকে এই নির্দেশ কার্যকর হবে।

নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকবে –

•পানশালা
•ক্লাব
•মাসাজ পার্লার
•নাইট ক্লাব
•পাব
•হুক্কা পার্লার
•হোটেল ও রেস্তোরাঁ
•বিনোদন পার্ক
•চিড়িয়াখানা
•জাদুঘর

যেকোনো ধরনের ভিড় এড়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে সামাজিক জমায়েত বন্ধের আবেদন জানানো হয়েছে। কয়েকটি ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানের প্রয়োজন হলে, সেটি অত্যন্ত অল্প সংখ্যক মানুষ নিয়ে করতে হবে এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ন্যূনতম, নির্ধারিত দূরত্ব বজায় রাখতেই হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সমস্ত নিয়ম রাজ্যে বলবৎ থাকবে বলে সরকারি তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

Previous articleভয়াবহ আগুন উল্টোডাঙ্গার বস্তিতে, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন
Next articleসুখী দেশের তালিকায় পাশমার্ক পেল না ভারত, পিছনে আফগানিস্থান