জনতা কার্ফুর ব্যাপক সাড়া কোন্নগর সহ হুগলি জেলা জুড়ে। করোনাভাইরাস সতর্কতায় রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো এদিন ব্যাপক সাড়া মিলেছে জনতা কার্ফুর।
জেলা জুড়ে একই ছবি। করোনা ভাইরাসের আতঙ্কে ঘর থেকে বেরোয়নি সাধারণ মানুষ। জনতা কার্ফুর ব্যাপক সাড়া সংশ্লিষ্ট জেলার কোন্নগরেও। জেলার প্রায় সমস্ত রাস্তা ঘাট সম্পূর্ণ ফাঁকা। কার্যত বন্ধ দোকান বাজার। মাঝেমধ্যে গাড়ি বা মানুষের দেখা মিললেও এককথায় বলা যায় জনতা কার্ফু সফল।
