সব পন্ডিতদের বাচালতাকে প্রত্যাখ্যান করে রবিবার বিকেল পাঁচটায় গর্জে উঠল কলকাতাসহ বাংলা। মানুষ করতালি, ঘন্টা, থালাবাটি এমনকি শব্দবাজি ফাটিয়েও শব্দ তুললেন। সমস্ত বসতি এলাকায় একই ছবি।

প্রধানমন্ত্রীর ডাক ছিল, জনতা কার্ফুর দিন বিকেলে এই কর্মসূচি হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়াসহ যাঁরা করোনার বিপদ উপেক্ষা করে কাজ করছেন, তাঁদের ধন্যবাদ ও উৎসাহ দিতে এই কর্মসূচি। সব এলাকায় বহুতল বাড়ি থেকে টালির চাল পর্যন্ত এই কর্মসূচি হয়েছে। মানুষ বারান্দায় বেরিয়ে এসে হাততালি দিয়েছেন। ঘন্টা বাজিয়েছেন। বিষয়টা শুধু রাজনীতিকদের মধ্যে ছিল না। এটি আমজনতার আবেগে পরিণত হয়েছে।
