বারাসত থানায় যুব কংগ্রেস স্মারকলিপি দিয়ে বৈঠক করল ওসির সঙ্গে। তাদের দাবি, এলাকায় যাতে কালোবাজারি ও মজুতদারি না হয়, কড়া নজর রাখা হোক। মাস্ক ও স্যানিটাইজার যাতে মানুষ পান, দেখা হোক। জমায়েত ও ভবঘুরের মাধ্যমে সংক্রমণ রুখতে ব্যবস্থা হোক।
২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...