সংক্রমণের সম্ভাবনা রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে একাই থাকছেন৷ একথা নিজেই জানিয়েছেন তিনি৷। ভিড় এড়ানো, মাস্ক ব্যবহার, হাঁচি-কাশির সময় কনুই ভাঁজ করার পরামর্শ প্রতিদিন দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাকে প্রতিদিন প্রচুর মানুষের সঙ্গে দেখা করতে হয়, কথা বলতে হয়”।
সর্বদল বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যুক্ত, তাঁদেরও আইসোলেশনে রাখা হোক, যাতে তাঁরা অন্য রোগীদের না-দেখেন।
মুখ্যমন্ত্রী অফিসারদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেন।
