বর্তমানে করোনা তান্ডবে দিশেহারা ভারতবর্ষ। মানুষজন স্বেচ্ছায় গৃহবন্দি রেখেছেন নিজেদের ।কিন্তু জানেন কি করোনা ছাড়াও ভারতবর্ষে আঘাত এনেছে বেশকিছু মহামারি ।

১৮১৭ সাল থেকে ১৮৮১ সাল । মোট পাঁচবার কলেরায় আক্রান্ত হয়েছিল ভারত। মারা গিয়েছিল লক্ষাধিক মানুষ।
১৮৬৫ সালে মহামারীর আকার নিয়েছিল বম্বে প্লেগ। এই রোগে মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের ।

১৯১৮ থেকে হাজার ১৯২০ । এই দু বছরে স্প্যানিশ ফ্লু প্রায় শ্মশানে পরিণত করেছিল ভারতকে।

১৯৭৪ সালে বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছিল স্মলপক্স। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বিহারেই ১৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছিল এই রোগে।