মুখ্যমন্ত্রীর নির্দেশে অযত্নে থাকা ৫টি খাঁচার শতাধিক পাখি গেলো চিড়িয়াখানায়

করোনা আপডেট :২৯ মার্চ, রাত ১১ টা। বিশ্ব : আক্রান্ত ৭,০৩,৮৬৭, মৃত ৩৩,২১৪ । দেশ : আক্রান্ত ১০৩৭, মৃত ২৭। রাজ্য : আক্রান্ত ২১, মৃত ১

পাখিদের পাশেও মানবিক মুখ্যমন্ত্রী ৷

লকডাউনের ধাক্কায় কিছুটা অযত্নেই থাকা ৫টি খাঁচায় থাকা পাখি মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিপুর চিড়িয়াখানায় চলে গেলো৷

শহরের বিভিন্ন বাজার পরিদর্শনে বেরিয়ে মুখ্যমন্ত্রীর নজরে এসেছিলো নিউ মার্কেট থানা এলাকার মট লেনের ৫টি খাঁচায় থাকা শতাধিক বদরি, মুনিয়া পাখি। কিছুটা অযত্নেই ছিলো তারা এই লকডাউনের সময়ে৷ ওইখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন পাখিগুলোকে চিড়িয়াখানায় পাঠাতে হবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর লালবাজার কন্ট্রোল রুম থেকে জরুরি বার্তা পৌঁছে যায় পুলিশের কাছে, শতাধিক পাখির জীবন বাঁচাতে হবে! লকডাউনের জেরে খেতে না-পেয়ে তারা বিপন্ন।

আলিপুর চিড়িয়াখানায় এরপরই কথা বলতে যান এসআই অঞ্জন সেন ও কনস্টেবল অরিন্দম চক্রবর্তী। চিড়িয়াখানার এক পদস্থ কর্তা ও ৩ কর্মীকে নিয়ে আসেন নিউ মার্কেট এলাকায় মট লেনে৷ ওখানেই ৫টি খাঁচায় রংবেরংয়ের শতাধিক পাখি দেখেন এবং সিদ্ধান্ত হয় কীভাবে তাদের চিড়িয়াখানায় নেওয়া হবে৷ এরপরই ওইসব পাখি পাড়ি দেয় আলিপুর চিড়িয়াখানায়৷

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পাখিগুলিকে আগামী ১৪ দিনের কোয়ারান্টিনে রাখা হবে। তার পর মূল খাঁচায় ছাড়া হবে। এদের যথাস্থানে ফিরিয়ে দেওয়া হবে লকডাউন ওঠার পর। চিড়িয়াখানা সূত্রে খবর, এখন ওখানকার পশু হাসপাতালে পাখিগুলি ‘আইসোলেশনে’ রয়েছে । তারা সুস্থ আছে, ঠিকঠাক খাওয়াদাওয়াও করছে।

Previous articleদিলীপের উল্টো পথে হেঁটে করোনা মোকাবিলায় মমতার প্রশংসায় পঞ্চমুখ সব্যসাচী
Next articleটাটার আরও এক করোনা-উদ্যোগ