Saturday, November 15, 2025

ঘরে ফেরা: অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হেঁটে বাড়ির পথে পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

দেশজুড়ে চলছে লকডাউন। কারখানা বন্ধ। তাড়িয়ে দিয়েছে মালিক। মাথা গোঁজার ঠাঁই নেই। পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে চেয়েছিলেন ভকিল। সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। দিল্লি থেকে রওনা হয়ে মেরঠ পৌঁছে রাস্তার মাঝেই জ্ঞান হারান দম্পতি।

দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে শয়ে শয়ে শ্রমিক, মজুরদের হাঁটতে দেখা গেছে। কেউ ভিড় করেছেন আনন্দ বিহার বাস টার্মিনাসে। বাস না পেয়ে হেঁটেই গ্রামে ফেরার চেষ্টা করেছেন কেউ। অনাহারে দীর্ঘপথ হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও অনেক। মৃত্যুর খবরও সামনে এসেছে।

বুলন্দশহরের অমরগড়ে বাড়ি ভকিলের। দিল্লিতে দিনমজুরির কাজ করতেন তিনি। মাস খানেক আগে দিল্লিতে নিয়ে যান স্ত্রীকেও। দিল্লির হিংসার সময় থেকেই কাজ অনিশ্চিত হয়ে পড়ে। লকডাউন শুরু হতেই কারখানার ঝাঁপ ফেলে দিলেন মালিক। এমনকী মাইনের টাকাটাও দিতে রাজি হননি মালিক। তাই গ্রামে ফেরার চেষ্টা করেন তাঁরা।

দিল্লি থেকে উত্তরপ্রদেশ যাওয়ার সময় গাদাগাদি তে বাসে উঠতে পারেননি। টানা দু’দিন এই প্রায় ১০০ কিলোমিটার পথ পেরিয়েছেন ভকিল ও তাঁর স্ত্রী। খাবার বলতে সঙ্গে ছিল শুধু জল। জানা গিয়েছে, মেরঠের সোহরাব গেটের কাছে জ্ঞান হারান এই দম্পতি। ছুটে যান স্থানীয়রা। খাবার, জল দেওয়া হলেও ধুঁকছিলেন ভকিল। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থাও ছিল সঙ্কটজনক। এরপর অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁদের গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়।

spot_img

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...