Saturday, November 8, 2025

এবার সতর্ক হোন, লকডাউনে অকারণে পথে নামলেই পুলিশি জালে

Date:

Share post:

লকডাউন অকারনে ভাঙলেই এবার পুলিশের জালে ফাঁসতে হবে৷

নবম দিনেও লকডাউনের তোয়াক্কা না করে বিনা কারনেই লোকজন এবং বেশ কিছু গাড়ি রাস্তায় চলছে। এ দৃশ্য বন্ধ করতে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানালেন, লকডাউন ভেঙে শহরের রাস্তায় অকারণে বেরোলেই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। এমনকী যাঁর কাছে বৈধ ‘ই-পাস’ আছে, তাঁকেও যথাযথ কারণ দেখাতে হবে, কেন তিনি সেই সময়ে পথে বেরিয়েছেন। এই বিধি থেকে রেহাই পাবে না কেন্দ্র বা রাজ্য সরকার, সংবাদমাধ্যম অথবা পুলিশের বোর্ড লাগিয়ে ঘোরা গাড়িগুলিও। পুলিশকে নম্রভাবে শক্ত হাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিয়ম ভাঙলেই নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে IPC-র ১৮৮ নং ধারায় অভিযোগ রুজু করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব থানার অফিসার ইন চার্জকেও নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের সঙ্গে সহযোগিতা করতে। ট্রাফিক পুলিশের গার্ড থেকে যদি কোনও ব্যক্তি বা গাড়িকে লকডাউন অমান্য করার জন্যে থানায় পাঠানো হয়, অবিলম্বে যেন তাদের বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ রুজু করা হয়।
অবাঞ্ছিত গাড়ির পাশাপাশি কড়া নজরে রাখতে বলা হয়েছে বড় বাড়ি এবং ইএম বাইপাস সংলগ্ন অভিজাত আবাসনগুলির উপরেও।

অত্যাবশকীয় পরিষেবা বা পণ্য সরবরাহে যুক্ত ব্যক্তিদের যাতে লকডাউন চলাকালীন কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই কলকাতা পুলিশ এলাকার বাসিন্দাদের জন্য অনলাইনে ই-পাস দেওয়ার ব্যবস্থা করেছে লালবাজার। এই পদ্ধতিরও সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...