অসম-বাংলা সীমান্তে মদ সহ ধরা পড়ল বিডিও-র গাড়ি। শুক্রবার রাতে অসমে মদ সহ ধরা পড়ে তুফানগঞ্জ ১ ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্তর গাড়ি। ইতিমধ্যে অসম পুলিশ ওই গাড়ির চালকসহ চারজনকে গ্রেফতার করেছে। যদিও গাড়িতে ছিলেন না বিডিও। এই ঘটনায় শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে।

কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর বলেন, “এটা আমার এক্তিয়ারভুক্ত নয়। কী হয়েছে, তা অসম পুলিশ বলতে পারবে।” জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “এটা পুরোপুরি অসম পুলিশের এক্তিয়ারে। এ ব্যাপারে তারাই বলতে পারবে।” অসমের ধুবড়ির পুলিশ সুপার যুবরাজ বলেন, “মদের বোতল বোঝাই অবস্থায় ওই গাড়িটি নাকা চেকিংয়ে ধরা পড়েছে। ” বিডিও শুভজিৎ দাশগুপ্ত বলেন, “প্রতিদিন ডিউটি শেষে গাড়ি নিয়ে চালক চলে যায়। শুক্রবার, সাড়ে পাঁচটার পর সে গাড়ি নিয়ে চলে যায়। তারপর সে কী করেছে জানা নেই।”

তুফানগঞ্জে দুটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান রয়েছে। লকডাউনের জেরে দোকান দুটি গত কয়েকদিন ধরে বন্ধ। এদিকে সীমান্তে অসম পুলিশের নাকা চেকিং চলছিল। শুক্রবার রাতে সীমান্তবর্তী এলাকায় বিডিও-র গাড়িটি দাঁড় করায় অসম পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মদের বোতল উদ্ধার করা হয়। গাড়ির চালক সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ডাক্তারি পরীক্ষাও করা হয়। তারপর গোলকগঞ্জ থানায় পাঠিয়ে দেওয়া হয়। শনিবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়েছে।
