Breaking : মাস্ক, স্যানিটাইজারের কালোবাজারি রুখতে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

মাস্ক ও স্যানিটাইজার নিয়ে কালোবাজারি রুখতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মহামারী আইন অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এখন থেকে কোনও খুচরো ওষুধের দোকানের দুই ও তিন প্লাই মিলিয়ে দুশোটির বেশি মাস্ক রাখা যাবে না। এন 95 মাস্ক সর্বোচ্চ ১০০টি পর্যন্ত দোকানে রাখা যাবে বলে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত মজুত করা যাবে।

পাইকারি ওষুধ বিক্রেতারা দুই ও তিন প্লাই মাস্ক সর্বোচ্চ তিন হাজার এবং n95 মাস্ক এক হাজার মজুত করতে পারবেন। হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে একশো লিটার পর্যন্ত দোকানে মজুত রাখা যাবে বলে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে মহামারী আইন চালু থাকায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় আনা হয়েছে।

Previous articleকেরল থেকে বাংলার শ্রমিকরা ‘মুখ্যমন্ত্রী, বাঁচান!’
Next articleঅসম-বাংলা সীমান্তে মদ সহ ধরা পড়ল বিডিও-র গাড়ি