Wednesday, January 14, 2026

ভেন্টিলেটরে সঙ্কটজনক ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবার করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা বান্ধবীও

Date:

Share post:

অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড-১৯ লক্ষণগুলো আরও প্রকট আকার ধারণ করেছে তাঁর শরীরে। ১০ দিন ধরে প্রথমে বাড়িতে চিকিৎসা চললেও ৫৫ বছর বয়সী বয়সের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়েই তাঁকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, শ্বাস প্রশ্বাসের কষ্টের জন্য ভেন্টিলেটরে রাখা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। আপাতত তাঁর কাজ সামলেছেন বিদেশমন্ত্রী ডমিনিক রাব।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতির মাঝে আরও খারাপ খবর। এবার তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডসের শরীরেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। একথা নিজেই স্বীকার করেছেন তিনি।

৩২ বছর বয়সী ক্যারি সাইমন্ডস টুইট করে বলেছেন, “করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গগুলো নিয়ে সপ্তাহখানেক ধরে আমি বিশ্রামে আছি। সাত দিন বিশ্রাম নেওয়ার পর আমার আর পরীক্ষা করার দরকার নেই। আমি এখন আগের চেয়ে ভালো আছি। অবস্থার আরও উন্নতি হচ্ছে। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়াটা অবশ্যই চিন্তার বিষয়। তাই চিকিৎসকদের সব পরামর্শ মেনে চলছি। আমি দেশের সকল অন্তঃসত্ত্বাকে চিকিৎসকদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বরিস ও ক্যারি ঘোষণা করেন, তাঁরা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। দ্রুত তাঁরা বিয়েও করবেন। বাকিংহাম প্যালেস থেকে বলা হয়েছে, রানি এলিজাবেথ প্রধানমন্ত্রী ও তাঁর বান্ধবীর শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখছে।

উল্লেখ্য, হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, এখনও পর্যন্ত ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ৩৭৩ জন মারা গেছেন। এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫২ হাজার ২৭৪ জনের শরীরে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮৪ জন।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...