আইসিএমআর জানাচ্ছে, তাদের একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে গোষ্ঠী সংক্রমণের প্রভাব দেখা গিয়েছে দেশের বেশ কিছু জেলায়। তার মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি রয়েছে। রয়েছে পশ্চিমবঙ্গও। রাজ্যের ৬টি জেলায় এই গোষ্ঠী সংক্রমণের প্রভাব দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে আইসিএমআর-এর সমীক্ষায়। এই সব জায়গায় বাইরে থেকে আসা বা বাইরের লোকের সংস্পর্শে আসার কোনও ঘটনা লক্ষ্য করা যায়নি।

অন্যদিকে করোনার কামড়ে ক্রমশ দুর্বল হচ্ছে মহারাষ্ট্র। এবার ধারাভি বস্তিতে আরও ৫জন আক্রান্ত হলেন। ধারাভি এতটাই ঘন বসতিপূর্ণ বস্তি যে এখানে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা প্রবল। রাজ্যে জেলে নতুন বন্দি আনার উপর নিষধাজ্ঞা জারি হয়েছে। অন্যদিকে দাদারে ২ নার্স সহ তিন জনের শরীরে করোনা সংক্রমণের খবর মিলেছে।
