করোনার থাবায় ইতিমধ্যে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৯৫ হাজার।

এই পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে আশঙ্কার কথা শোনাল আই এম এফ। সংস্থা জানিয়েছে, গত ৯০ বছরে এতবড় সঙ্কটের সম্মুখীন হয়নি সারা বিশ্ব। ১৯৩০ সালে মন্দার পর বিশ্ব বাজারে বড়সড় ধাক্কা আসে। করোনার জেরে ফের বিপুল আর্থিক সঙ্কটের আশঙ্কার কথা শোনালেন আই এম এফ প্রধান। করোনা পূর্ব পরিস্থিতিতে তিনি জানিয়েছিলেন, প্রায় ১৬০ দেশে মাথা পিছু আয় বাড়বে। কিন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে ১৭০ দেশে মাথা পিছু আয় কমতে পারে বলে আশঙ্কা তাঁর। এই অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে শিল্পপতি থেকে সাধারণ মানুষের।
