প্রবল ঝড়ে ভেঙে গেল কোচবিহারের প্রায় ৮০০টি বাড়ি। ঝড়ের ফলে জেলার ২ নম্বর ব্লকের খোলটা মরিচবারি এলাকায় মৃত্যু হয়েছে ১ জনের। আশঙ্কাজনক অবস্থায় ২৬ জনকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। ঘটনার জেরে স্তব্ধ এলাকা। কমিউনিটি কিচেনের মাধ্যমে এলাকার মানুষদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অবজারভার পার্থ প্রতিম রায়।
