করোনাভাইরাস পরীক্ষার শর্ত বদলে এব্যাপারে আরও আগ্রাসী হওয়ার নিদান দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার রাতে ৬ দফা নির্দেশিকা জারি করে সব রাজ্যকে তা জানিয়েও দেওয়া হয়। করোনা সংক্রমণ খুঁজতে এবার কার্যত চিরুণি তল্লাশি শুরু করার নির্দেশ জারি হল। কোনও সন্দেহ হলেই পরীক্ষা করা হবে।

কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে:

1) করোনা আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রথমে পাঁচ দিনের মধ্যে একবার তারপর চোদ্দ দিনের মধ্যে একবার কোভিড টেস্ট করাতেই হবে। তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা না গেলেও বাধ্যতামূলক ভাবে তা করাতে হবে।

2) গত ১৪ দিনের মধ্যে কেউ বিদেশ থেকে ভারতে এলে এবং তাঁর মধ্যে উপসর্গ দেখা গেলেই কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

3) যাঁদের করোনা পজিটিভ এসেছে, তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের মধ্য উপসর্গ দেখা গেলেই টেস্ট করাতে হবে।

4) কোনও স্বাস্থ্য কর্মীর মধ্যে সামান্য উপসর্গ দেখা গেলেও বাধ্যতামূলক ভাবে তাঁর কোভিড টেস্ট হবে।

5) কোনও রোগীর প্রবল শ্বাসকষ্ট তথা (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি) থাকলেই তাঁর কোভিড টেস্ট করাতে হবে।

6) যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে, সেখানে কারও মধ্যে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা গেলে তাঁর পরীক্ষা করাতে হবে। উপসর্গ দেখা দেওয়ার সাত দিনের মধ্যে আরআরটি-পিসিআর টেস্ট করাতে হবে। আর যদি দেখা যায়, সাত দিনের বেশি সময় ধরে একই উপসর্গ রয়েছে তা হলে প্রথমে অ্যান্টিবডি টেস্ট করাতে হবে। তাতে নেগেটিভ এলে আরআরটি-পিসিআর করাতে হবে।
