উল্টোডাঙায় হোটেলে অগ্নিকাণ্ড। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার, সন্ধেয় বিধাননগর স্টেশনের কাছে উল্টোডাঙা থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ছোট হোটেলে শর্টসার্কিট থেকে প্রথমে আগুন লাগে। পরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
