Wednesday, August 27, 2025

আজ থেকে শহরে ট্যাক্সি, চড়তে হলে দেখাতে হবে পুলিশি-পাস

Date:

Share post:

জরুরি পরিষেবার জন্য আজ, রবিবার থেকে মিলবে ট্যাক্সি পরিষেবা৷ বাস মিলবে নির্দিষ্ট কিছু রুটে৷ পাওয়া যাবে ওলা-উবের ক্যাব৷ তবে, এইসব সুযোগ মিলবে প্রয়োজনীয় নথি এবং পুলিশের ‘পাস’ দেখানোর পর৷

দেশজুড়ে চলছে লকডাউন। সেই লকডাউনে মেয়াদ বাড়ছে৷ রাস্তাঘাট ফাঁকা। কিন্তু মানুষকে কাজের তাগিদে বাইরে বেরোতেই হচ্ছে। কেউ যাচ্ছেন হাসপাতাল, কাউকে বা ব্যাংক, কাউকে বা জরুরি পরিষেবার কাজে। এই পরিস্থিতিতে এগিয়ে এল কলকাতা পুলিশ।

রবিবার কলকাতা পুলিশের টুইটারে একটি নম্বর দেওয়া হয়। নম্বরটি হল-১০৭৩। টুইটেই জানানো হয়েছে, জরুরি পরিষেবার জন্য ট্যাক্সি পাওয়া যাবে। তবে, তার জন্য সেই নম্বরে ফোন করে নাম, ঠিকানা, গন্তব্য কোথায় এবং সেখানে যাওয়ার কারণ বলতে হবে। তারপর সেখান থেকেই ট্যাক্সিচালকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে পাঠানো হবে ট্যাক্সি। প্রয়োজনীয় নথি দেখালে তবেই মিলবে পরিষেবা। একটি ট্যাক্সিতে ৩ জনের বেশি ওঠা যাবে না বলে জানা গিয়েছে।

রাজ্য সরকারের তরফে কলকাতার বেশ কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জরুরি পরিষেবা চালু রাখার জন্যই এই বাস পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে পরিবহণ দফতর সূত্রে। কলকাতার যে রুটগুলিতে বাস চালানোর কথা ঘোষণা করা হয়েছে, সেগুলি হল-

রুট S-24, হাওড়া স্টেশন-কামালগাজি।

রুট C-37, এসপ্ল্যানেড-আমতলা।

S-12 রুটে হাওড়া স্টেশন- নিউ টাউন।

রুট S-9A, ডানলপ-বালিগঞ্জ।

S-5 রুটে হাওড়া স্টেশন-গড়িয়া।

C-8 রুটে জোকা -বারাসাত।
এসব বাসে ওঠার আগে স্থানীয় থানা থেকে নিতে হবে পাস বা অনুমতিপত্র৷

শহরের জরুরি পরিষেবা চালু রাখতে এগিয়ে এসেছে ওলা উবের-ও। জরুরি ভিত্তিতে পাওয়া যাচ্ছে তাঁদের ক্যাব। ওলা ও উবেরের কন্ট্রোল রুমের নম্বর হল যথাক্রমে 9434315892 এবং 833 500 2133

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...