লকডাউনে বিপন্ন মানুষের জন্য ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ” কল্পতরু” কর্মসূচি।

রবিবার প্রথম দিনেই খাবার পেলেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ।
খাবার পৌঁছে গেল বাড়ি বাড়ি।

২১ টি কমিউনিটি কিচেন কাজ করল একসঙ্গে।

সব নিয়ম মেনে দারুণভাবে কাজ করলেন স্বেচ্ছাসেবীরা।

ভারতে কোনো সাংসদ এই প্রথম কঠিন দিনে এইভাবে বিপন্ন মানুষের পাশে থাকলেন।

খাবার পেয়ে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন তরুণ সাংসদকে।

আপাতত এই বিরাট কর্মযজ্ঞ চলবে।
