নজিরবিহীন। গাছে বসে ক্লাস নিচ্ছেন শিক্ষক।

ঘটনা জনপ্রিয় প্রতিষ্ঠান RICEএর। লকডাউনেও ক্লাস চলছে।
এর মধ্যে বাঁকুড়ার গ্রামের বাড়ি থেকে ইতিহাসের ক্লাস নিচ্ছেন সুব্রত পতি। এলাকায় নেট পরিষেবা দুর্বল। শেষে গাছে বসে ক্লাস নিতে হচ্ছে।
RICE কর্ণধার সমিত রায়কে নিজের অবস্থার বর্ণনা দিয়েছেন সুব্রতবাবু। কঠিন অবস্থাতেও ক্লাস অব্যাহত। সরকারি চাকরির পরীক্ষায় এই সংস্থা কেন সাফল্যের ইতিহাস গড়ে ফেলেছে, তা এই ঘটনায় আবার প্রমাণিত। RICE ক্লাস চালু রেখেছে। অন লাইনে ক্লাস করছেন অসংখ্য ছাত্রছাত্রী।