করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর মৃত্যুর পর মৃতদেহ থেকে হাসপাতালে সংক্রামিত হয়েছেন ফরেনসিক বিভাগের এক স্বাস্থ্যকর্মী। ঘটনা থাইল্যান্ডের এক হাসপাতালের। এতদিন পর্যন্ত বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, মৃতদেহ থেকে করোনা সংক্রমণ হওয়ার প্রমাণ মেলেনি। এই ঘটনার পর নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, মর্গ থেকে শুরু করে সৎকারকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন।

রবিবার ‘জার্নাল অব ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন স্টাডি’র এক প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফরেনসিক বিভাগের কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা প্রথম। প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্রোপচারের সময়ে যে ধরনের জীবাণুনাশক ডাক্তাররা ব্যবহার করেন ফরেনসিক বিভাগেও সেই ধরনের জীবাণুনাশক ব্যবহার করতে হবে। ব্যাঙ্ককের আরভিটি মেডিক্যাল সেন্টার এবং চিনের হাইনান মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসক ডঃ ওন শ্রিউইজতালাই বলেন, করোনা উপসর্গ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। অনেকের ক্ষেত্রেই পরীক্ষার সময়টুকু পাওয়া যাচ্ছে না। ফলে তার দেহে সংক্রমণ আছে আর নেই তা বোঝা যাচ্ছে না। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।

এদিকে সরকার জানিয়েছে, কত সংখ্যক ফরেনসিক পরীক্ষক কিংবা অন্য স্বাস্থ্যকর্মী মৃতদেহ থেকে করোনায় আক্রান্ত হয়েছেন, তার কোনও সঠিক হিসেব নেই। কীভাবে হিসেব পাওয়া যাবে তার ও কোনও সদুত্তর দিতে পারছে না।