‘খুবসুরত’ ছবির জগন গুপ্ত চলে গেলেন। রঞ্জিত চৌধুরী প্রয়াত করোনা হামলার মাঝেই। বয়স হয়েছিল ৬৪। মৃত্যু সংবাদ দিয়েছেন রঞ্জিতের বোন রায়েল পদমসি। তিনি রঞ্জিতের মৃত্যুর খবর দিয়ে বলেছেন, অভিনেতার শেষকৃত্য হয়েছে। আর স্মরণসভা হবে ৫ মে। রঞ্জিতের যে ছবিগুলি এখনো দর্শকের মনে দাগ কেটে আছে তা হল ঋষিকেশ মুখার্জীর ‘খুবসুরত’, সঞ্জয় গুপ্তর ‘কাঁটে’, কালিয়া, ব্যান্ডিট কুইন, কামসূত্র, ফায়ার প্রভৃতি ছবি। প্রথম ছবি ১৯৭৮ সালে ‘খাট্টামিট্টা’। তাঁর মা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পার্ল পদমসি।
