রাজ্যকে সাতসকালেই হুমকি রাজ্যপালের, বিতর্ক

শুক্রবার সাতসকালে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল ধনকড়৷ পর পর দু’টি টুইটে রাজ্যপাল এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করেছেন ‘Zealous’ শব্দটি ব্যবহার করে৷ এ নিয়ে বিতর্কের ঝড় ঠেছে। উঠছে প্রতিবাদ। এটা রাজ্যপালের ভাষা হতে পারে?

এই জোড়া টুইটে রাজ্যপাল মূলত রাজ্যের ৪ বিজেপি সাংসদকে হেনস্থা করার অভিযোগ এনেছেন৷ রাজ্যপাল বলেছেন, কোভিড-১৯- এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে সাংসদদের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ কিন্তু সাংসদদের সেই কাজে বাধা দেওয়া হচ্ছে৷ এরপরই রাজ্যপাল রাজ্য প্রশাসনকে পরামর্শ দিয়েছেন, প্রশাসনের এদিকে নজর রাখা দরকার৷ রাজনীতির দৃষ্টিতে সব কিছু দেখা উচিত নয়৷
রাজ্যপাল এই টুইটে সংযুক্ত করেছেন বিজেপির ৪ সাংসদকে৷ এরা হলেন, ডা: সুভাষ সরকার, জন বার্লা, অর্জুন সিং এবং রাজু বিস্ত৷
রাজ্যপালের অভিযোগ রাজ্যের পুলিশ ও প্রশাসন রাজনৈতিক কারনেই এদের হয়রান করছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিহিংসার মানসিকতা প্রদর্শন করছেন৷ বিষয়টি রাজ্যপাল জানিয়েছেন লোকসভার স্পিকারকেও৷

 

Previous articleসাঙ্ঘাতিক আগামী দিন! হংকং থেকে লিখছেন বাঙালি যোগগুরু
Next articleআমেরিকায় করোনা-মৃত্যু ৩২ হাজার ছাড়ালো, আক্রান্ত সাড়ে ৬ লক্ষ