কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদের কাজের ধরনে শুক্রবার অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন

কমিশনার খলিলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “এত ভয় করলে চলবে না৷ কমিশনার ভয় পেলে জরুরি কাজ আটকে যাবে৷ এই গুরুতর পরিস্থিতিতে এ ধরনের কাজ মানা যাবে না৷” সূত্রের খবর, কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদ করোনা সংক্রমণের আতঙ্কে নাকি পুরসভার কাজে অনিয়মিত হয়ে পড়েছেন৷
