করোনাভাইরাস- নামটা এখন বিশ্বের কোণায় কোণায় এখন আতঙ্ক ছড়াচ্ছে। কী থেকে ছড়িয়েছে এই ভাইরাস? বিভিন্ন কারণের মধ্যে একটা বাদুড়। করোনাভাইরাসের সংক্রমণ প্রথম হয় বাদুড়ে থেকেই। ফলে এই প্রাণিটি নিয়ে অনেকের মনে একটা ভীতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কোচবিহার ১ নম্বর ওয়ার্ডে শনিবার সকালে একটি বাদুরের মৃতদেহ দেখা যায়। সেটা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা গুঞ্জ ভবাড়ি এলাকার একটি গলির ভিতরে বাদুড়টিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।কোচবিহার পুরসভায় খবর দেওয়া হলে সম্পূর্ণ সুরক্ষা বস্ত্র পরে পুরসভার কর্মীরা বাদুড়ের দেহ উদ্ধার করে কোচবিহার পশু হাসপাতালে ময়নাতদন্ত পাঠায়। কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরসভার তরফে সেটিকে উদ্ধার করে পশু হাসপাতালে পাঠানো হয়।
