Thursday, August 28, 2025

ভারতের নতুন FDI নীতিকে ‘বিভেদমূলক’ বলে প্রতিবাদ জানাল চিন

Date:

Share post:

ভারতের FDI বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ-বিধি বদলের তীব্র বিরোধিতা করল চিন। নয়া নীতি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO-র নীতির বিরোধী বলে দাবি করে এই নয়া নীতি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে বেজিং।

দিল্লির চিনা দূতাবাসের তরফে ভারতের এই নীতিকে ‘বিভেদমূলক’ বলে মন্তব্য করা হয়েছে।

ভারত আগেই জানিয়েছে, করোনার প্রভাবে ধুঁকতে থাকা সংস্থাগুলিকে সুযোগসন্ধানী বিদেশি সংস্থা অধিগ্রহণ করে নিতে পারে, এমন আশঙ্কাতেই FDI- এ বদল আনা হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছিল, ‘‘ভারতের সঙ্গে স্থলসীমান্ত রয়েছে, এমন দেশের কোনও ব্যক্তি বা সংস্থা ভারতীয় কোনও সংস্থায় বিনিয়োগ করতে চাইলে সরকারের মাধ্যমেই তা করতে হবে। সরাসরি দুই সংস্থার মধ্যে চুক্তির ভিত্তিতে বিনিয়োগ করা যাবে না। আগে এই নিয়ম কার্যকর ছিল শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে।

নয়া এই সিদ্ধান্তের ফলে নতুন বিধির আওতায় পড়ে গিয়েছে চিন, নেপাল, ভুটান, মায়ানমারও। আর FDI-নীতির এই পরিবর্তনেই সম্ভবত অসন্তুষ্ট হয়েছে বেজিং।

চিনা দূতাবাসের তরফে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে:

১) ভারত সরকার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করেছে, তা WTO-র বিভেদহীন নীতির বিরুদ্ধে।

২) কোনও একটি নির্দিষ্ট দেশের উপর এ ভাবে বাধার সৃষ্টি করা যায় না।

৩) এটা বাণিজ্য ও বিনিয়োগের স্বাধীনতার উপরেও হস্তক্ষেপ।

৪) আশা করি এই বিভেদমূলক আচরণ পুনর্বিবেচনা করে সব দেশের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর করা হবে।

৫) খুলে দেওয়া হবে উন্মুক্ত, স্বচ্ছ ও সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগের পরিবেশ।

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছে শি চিনফিং সরকার।

প্রসঙ্গত, করোনা-যুদ্ধের জন্য লকডাউনের জেরে শিল্প-বাণিজ্য কার্যত স্তব্ধ। বিশেষজ্ঞদের ইঙ্গিত, বহু সংস্থা দেউলিয়া হয়ে যেতে পারে। আর সেই দুরবস্থার সুযোগ নিয়ে ভারতীয় সংস্থাগুলিকে অধিগ্রহণ করে নিতে পারে চিন। এমন ঘটনা ইতিমধ্যেই ঘটেছে৷ করোনা-আবহেই
চিনের শীর্ষ ব্যাঙ্ক ‘পিপল্‌স ব্যাঙ্ক অব চায়না’ HDFC-তে অংশীদারি বাড়িয়ে নেয়। তার পরই আশঙ্কা জোরদার হয় শিল্প-বাণিজ্য মহলে।

তখনই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রকে সাবধান করে বার্তা দিয়েছিলেন। তার পরেই তড়িঘড়ি FDI নীতিতে বদল আনে কেন্দ্র। আর তার পরেই চিন সরব হয়েছে প্রতিবাদে।

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...