তেলের বাজারে ধস। করোনা হামলা ও লকডাউনের জেরে বিশ্ববাজারে তেলের দাম নেমে গেল ব্যারল প্রতি শূন্য ডলারের নিচে! হ্যাঁ ঘটনা ঠিক এমনটাই। তেলের চাহিদা নামতে নামতে তলানিতে এসে ঠেকেছে। বন্ধ কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য, যান চলাচল। এই কারণে তেল উৎপাদন ১০ শতাংশ কমিয়ে দিয়েছে ওপেক সদস্য দেশগুলি। আমেরিকাতেও তেলের দাম তলানিতে। এমন অবস্থা যে ট্রাম্প প্রশাসনের চক্ষু চড়কগাছ। ৫৬% দাম কমেছে তেলের। ১৯৮৩ সালের পর এমন ঘটনা এই প্রথম। গত মাসে তেলের দাম ৯.২% কমে ব্যারল প্রতি দাম হয়েছিল ২২.৭৪ ডলার। তেলের দাম কমতে থাকায় মার্কিন প্রশাসন তেল মজুত করতে শুরু করে। কিন্তু এখন মজুত করারও জায়গা নেই, আবার বিক্রিরও জায়গা নেই। করোনার জেরে আমেরিকা কার্যত ধুঁকছে। ফলে চাহিদা কমবে সেখানে, কমবে দামও।
