Friday, December 19, 2025

৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী! বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি

Date:

Share post:

নিম্নচাপ অক্ষরেখার জন্য প্রচুর জলীয়বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির চলবে রাজ্যেজুড়ে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

গত দু’দিন ঝড়-বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে। আজ, সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি নিচে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪.৫ মিলিমিটার।

আজও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদীয়া-হাওড়া-হুগলি-কলকাতা ও দুই ২৪ পরগনায়। উত্তরবঙ্গ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও সিকিমে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার ফের রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ঝড়-বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ব্যাপক ঝড়বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা।অসম-মেঘালয়-মণিপুর-মিজোরাম-ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল।

spot_img

Related articles

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...