Tuesday, November 18, 2025

দেশের কোন মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন? দিলীপের প্রশ্ন

Date:

Share post:

দেশের কোনও মুখ্যমন্ত্রী রাস্তায় নামেননি। আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে গণ্ডি কাটছেন, ত্রাণ বিলি করছেন, এখনও আবার দেখছি মাইকিং করছেন। লকডাউনের সমস্ত শর্ত তিনি নিজেই ভাঙছেন। ফলে লোকেও মানছেন না। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে। বললেন, কেন্দ্র প্রথমবার চিঠি দিয়ে যে জায়গাগুলোর উপর নজর দিতে বলেছিল, পরিহাসের বিষয় মুখ্যমন্ত্রী সেইসব জায়গায় মাইকিং করছেন। লোক যদি ঘরেই থাকে তাহলে কাদের বলতে ওখানে গেলেন? তার মানে ওখানে লোক বাইরে ঘুরছিল। কেন্দ্রীয় দল এলে যাতে ধরা পড়ে না যান, তাই এখন রাস্তায় বেরিয়েছেন। একটি সম্প্রদায়ের ভুল ঢাকতে গিয়ে উনি বাংলার দশ কোটি মানুষকে বিপদে ফেলছেন।

রাজ্যে কেন্দ্রীয় দল আসা নিয়ে বিতর্ক প্রসঙ্গে দিলীপ বলেন, প্রথমে অসহযোগিতা করা হলো। তারপর চিঠি পাঠানো হলো। তাতেও ব্যাখ্যা চাওয়া হলো। এরপর কেন্দ্রীয় আইন আর সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দেওয়াতেই মুখ্যসচিব চলে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে। সাংসদ দিলীপের অভিযোগ, মুখ্যসচিব মিথ্যা তথ্য দিচ্ছেন।

কিট বিতর্ক প্রসঙ্গে দিলীপ বলেন, সারা পৃথিবী এই কিট ব্যবহার করছে। সব রাজ্য করছে। আর অভিযোগ শুধু এই রাজ্যের। যখন অভিযোগ করা হচ্ছিল টেস্ট হচ্ছে না, তখন বলা হলো কিট নেই। এরপর ৪০ হাজার কিট আসার পর ৭ হাজারের মতো টেস্ট হল। কেন এত কম? এবার বলা হলো ত্রুটিপূর্ণ কিট। ব্যাপারটা এইরকম যেন যেভাবে হোক টেস্ট না করা। মালদহে একজনও পজিটিভ নেই! এত তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে গেল! কিন্তু আমাদের দলের তরফে খবর ওখানকার সঠিক পরিস্থিতি মোটেই তা নয়! কী লুকোচ্ছেন মুখ্যমন্ত্রী? কাদের ক্ষতি করছেন? এদিন দিলীপ সারাক্ষণই ছিলেন আক্রমণের মেজাজে।

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...