Sunday, November 16, 2025

সংবাদমাধ্যমের স্বাধীনতা: বিশ্বের ১৮০টি দেশের তালিকায় ভারতের স্থান এখন ১৪২

Date:

Share post:

Freedom of Press বা সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে আরও দু’ধাপ নীচে নামল ভারত। ২০১৯-এ ছিলো ১৪০-এ, এখন ১৪২ নম্বরে৷

প্রতি বছরের মতো এ বারেও সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে ‘Reporters Without Borders’ বা ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ সংস্থা ৷ ওই তালিকায় আছে দুনিয়ার ১৮০টি দেশ৷ সেই তালিকায় ভারতের র‍্যাঙ্ক এখন ১৪২ নম্বর৷ গত বছর প্রকাশিত এই তালিকায় ভারতের স্থান ছিল ১৪০। চলতি বছরে আরও খারাপ হল।

তালিকায় এই নিয়ে পর পর ৪ বছর ধরে প্রথম স্থানে রয়েছে নরওয়ে৷ গত ৪ বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তালিকার শেষ নাম উত্তর কোরিয়া ।

তালিকায় ভারতের স্থান আরও দু’ ধাপ নেমে যাওয়ার পেছনে গত বছর কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে দেওয়ার ঘটনা সম্পর্কিত বলেই মন্তব্য করেছ ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস।’
২০১৯- এ কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর থেকেই ওই রাজ্যজুড়ে অচলাবস্থা নেমে আসে। যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দেওয়া হয়৷ বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। গোটা কাশ্মীর জুড়ে জারি করা হয় অনির্দিষ্ট কালের জন্য অলিখিত লকডাউন।

এই রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিকতার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। কঠিন হয়ে দাঁড়ায় কাশ্মীরের খবর গোটা দেশে স্বাধীন ভাবে প্রকাশ করা। রিপোর্টে এই ব্যাপারটির উল্লেখ আছে বিশেষ গুরুত্ব দিয়েই৷ সদ্য প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ, পুলিশি অত্যাচার দিনের পর দিন বাড়ছে৷ এর ফলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে।সাংবাদিকতার ক্ষেত্রে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিও সমানভাবে দায়ী বলে রিপোর্টে বলা হয়েছে৷

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...