Monday, November 10, 2025

দেশজুড়ে সাম্প্রদায়িক কুসংস্কারের ভাইরাস ছড়াচ্ছে বিজেপি, তোপ দাগলেন সোনিয়া গান্ধী

Date:

Share post:

“করোনা-পরিস্থিতিতে আমাদের যখন একজোট হয়ে মোকাবিলা করা উচিত, সেই সময়ে বিজেপি সাম্প্রদায়িকতা ও হিংসার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে।”

দেশে করোনা সঙ্কট দেখা দেওয়ার পর এই প্রথম সরাসরি বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷
কেন্দ্রের শাসক দল বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে কংগ্রেস সভানেত্রী বলেছেন, সাম্প্রদায়িক বিদ্বেষ নিয়ে উদ্বিগ্ন তিনি৷
করোনা ভাইরাস ভারতে মহামারি রূপে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে শাসক-বিরোধী একজোট হয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করেছে। এমনকী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও দেখা যায় কেন্দ্রীয় সরকারের লকডাউন পদক্ষেপকে সমর্থন করতে। কিন্তু সেই সুর হঠাৎই বেসুরো হয়ে পড়ল। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে দেশে আরেপিত লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কোনওভাবেই নাগরিকদের প্রতি মমত্ববোধ, তত্‍‌পরতা এবং কর্তব্যবোধ দেখাতে পারেনি বলেই তীব্র আক্রমণ শানালেন সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রীর বক্তব্য, “আমরা প্রত্যেকেই ভারতীয়। যখন দেশের এই পরিস্থিতিতে আমাদের একজোট হয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করা উচিত, বিজেপি তখন সাম্প্রদায়িকতা ও হিংসার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তির অবনতি হয়েছে।” সোনিয়া গান্ধীর অভিযোগ, “৩ মে লকডাউন শেষের পরে কী পদক্ষেপ নেওয়া হবে জানাচ্ছে না সরকার৷ সাধারন মানুষকে তৈরি হওয়ার সুযোগ দেওয়ার কথাও ভাবছে না কেন্দ্র”৷ সোনিয়া গান্ধী জানান, “দুর্ভাগ্যের কথা, এই সংকটকালেও বিজেপি বিরোধীদের পরামর্শ গ্রহণ করতে কার্পণ্য করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আরও বেশি করে মমত্ববোধ, উদার মানসিকতা দেখানো উচিত ছিল। কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে”।
পাশাপাশি গত ৩ সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দেশে দ্রুতগতিতে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে বলেও দাবি করেন সোনিয়া গান্ধী এবং এজন্য কেন্দ্রের অদূরদর্শী পদক্ষেপকেই দায়ী করেছেন সোনিয়া গান্ধী।।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...