Thursday, August 28, 2025

পুলিশ লাইনের ছাদে উঠে এলোপাথাড়ি গুলি, হার মানবে সিনেমা

Date:

Share post:

হলিউডি সিনেমাও হার মানবে৷

ঝাড়গ্রাম পুলিশ লাইনে বৃহস্পতিবার দুপুরে এক জুনিয়র পুলিস কনস্টেবল পুলিশ লাইনের ছাদে উঠে শূন্যে গুলি চালালেন৷ ওই পুলিস কর্মীর নাম বিনোদ কুমার। পুলিস লাইনের সেন্ট্রি হিসাবে কর্মরত৷ গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলে৷ পুলিশ গোটা এলাকা ঘুরে মাইকিং করে তাঁকে নেমে আসতে অনুরোধ করা হলেও কাজ হয়নি৷ জেলা পুলিশ লাইনের চারতলা ভবনের ছাদ থেকে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশ কনস্টেবল। এখনও পর্যন্ত তাঁর SLR বন্দুক থেকে মোট ৯ রাউন্ড গুলি চালিয়েছেন বলে সূত্রের খবর৷ ঘটনার জেরে তড়িঘড়ি ডিয়ার পার্ক থেকে কদম কানন মোড় পর্যন্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। পাশের নিরাপদ স্থান থেকে পুলিস কর্মীরা মাইকিং করে গুলি চালানোর কারণ জানতে চান। তাঁকে বলা হয় কোনও সমস্যা থাকলে তা জানানোর জন্য। অবিলম্বে সমস্যার সমাধান করে দেওয়া হবে৷ কিন্তু তাঁর পরেও গুলি চালানো বন্ধ হয়নি বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছেন এলাকার এসডিওপি, অতিরিক্ত এসপি, আইসি। আনা হয়েছে অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি৷ পুলিশের বক্তব্য, ওই নিরাপত্তারক্ষীর কাছে কমপক্ষে ১০০ রাউন্ড গুলি রয়েছে।
লকডাউনে দীর্ঘদিন থানার ভিতরেই বন্দি ওই নিরাপত্তারক্ষী৷ দীর্ঘদিন বাড়ি যেতে না পারার দরুণ অবসাদগ্রস্থ হয়েই এই ঘটনা ঘটাচ্ছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নিরাপত্তারক্ষীকে ছাদ থেকে নামানো যায়নি৷

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...