করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের হস্টেল ছেড়ে বাড়িতে থাকতে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তার মধ্যেও এক ছাত্রীকে গেস্ট হাউসে থাকার অনুমতি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী পারিবারিক হিংসার শিকার।

লকডাউন শুরু হওয়ার আগেই বাড়ি চলে যান ওই ছাত্রী। কিন্তু থাকতে না পেরে দিন দুয়েকের মধ্যেই বাড়ি ছাড়েন। পেয়িং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা করেন তাঁর বন্ধুরা। তবে লকডাউন চলায় বাড়ি ভাড়া দিতে রাজি হননি কেউ। এরপর বিশ্ববিদ্যালয়কে জানানো হয় পুরো বিষয়টি। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ওই ছাত্রীকে থাকতে দেওয়া হবে গেস্ট হাউসে। ইতিমধ্যে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে মহিলা কমিশনে।

বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘ লকডাউন চলাকালীন গেস্ট হাউসে থাকবে ওই ছাত্রী। সমস্যার সমাধান না হলে হস্টেলে রাখার ব্যবস্থা করা হবে। আপাতত গেস্ট হাউসে সে একাই রয়েছে। দেখাশোনার জন্য একজন কর্মী রয়েছেন।
