Thursday, November 13, 2025

ভাল করে ঘুমিয়ে নিন, বহু রাত জাগতে হবে

Date:

Share post:

দেবাশিস বিশ্বাস

ইউরোপের বহু দেশের GDP গ্রোথ শূন্য ছাড়িয়ে নেগেটিভ, ফ্রান্স, স্পেন, জার্মানি, বেলজিয়াম সহ আরও বহু দেশ প্রায় (-)১০. আমেরিকাও নেগেটিভ।

অনুমান করা হচ্ছে ভারতে শূন্য থেকে ১-এর মধ্যে থাকবে, আবার অনেকে বলছেন লকডাউন দীর্ঘায়িত হলে ভারতও নেগেটিভে যাবেই।

ক্রুড অয়েলের গতকাল দাম ছিল $(-)১৬.৩৮/ব্যারল বিশ্বের ইতিহাসে অকল্পনীয়। বহু তেল কোম্পানি ঘোষণা করেছেন বিনা অর্থে ক্রুড অয়েল নিয়ে যান, তাতে তারা আরও কিছু ইনসেনটিভও দেবে, কারন তাদের আর তেল রাখার জায়গা নেই, মিনাসটায় অতিরিক্ত সঞ্চিত তেলের চাপে বিস্ফোরণ ঘটেছে।

সারা বিশ্বে শিল্প বৃদ্ধি নেগেটিভ, কর্মসংস্থানের অবস্থা কঠিন বলে আমেরিকা সহ বহু দেশ অভিবাসন নীতি পরিবর্তন করছে। ভারতে খুব কম করে ১৫ কোটি মানুষের চাকরি হারাবার আশঙ্কা। কম লোক দিয়ে কাজ চালানোর জন্য বেশ কিছু রাজ্যে দৈনিক কাজের সময় ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা করা হয়েছে। এর জন্য কোনো ওভার টাইম দেওয়া হবেনা। অর্থাৎ দেড় মাসের কাজ করে এক মাসের বেতন। অর্থাৎ প্রতি বছর ৬ মাস করে বেগার খাটতে হবে। দিনে ১২ ঘন্টা ডিউটর ধকল নিশ্চিত। ৫০ -এর উপর বয়সের ব্যক্তিরা এই ধকল নিতে পারবেন না, ধরেই নেওয়া যায় ছাঁটাই হবেই।

এ বছর বহু লক্ষ টন রবি ফসল মাঠেই নষ্ট হয়ে গেল, বর্ষার আমন কী হবে সবই ধোঁয়াশায় মোড়া, কারণ শ্রমিক মিলবেনা।

চোখ বন্ধ করে একবার ভাবুন, করোনাতে মরলেন না এ যাত্রায়, বেঁচেই গেলেন। ঈশ্বর থুড়ি বিজ্ঞানের আশীর্বাদে। তারপর? সেই দেশ বা দুনিয়া কিন্তু পাবেন না কিছুতেই, যে দেশ করোনার ভয়ে ঘরে ঢুকে যাবার আগে ছেড়ে এসেছিলেন। বহু দেশে যে বলা হচ্ছে, এবার নতুন করে বছর গণনা হবে BC মানে Before Corona, আর AC মানে After Corona, তা ভয়াবহ বাস্তব হতে চলেছে। ভালো করে ঘুমিয়ে নিন, এরপর বহু বিনিদ্র রাত অপেক্ষা করে আছে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...