লকডাউন: অনাড়ম্বরে মাহেশে জগন্নাথের চন্দন উৎসব

ভিড় উপচে পড়ছে মন্দির চত্বরে, চন্দন উৎসব চাক্ষুষ করতে সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম, তিল ধারনের জায়গা নেই- এটাই প্রতিবারের চেনা ছবি হুগলির মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু এবারে চিত্রটা একেবারে আলাদা। সকাল থেকে নেই কোনও ভিড়, কোন আড়ম্বর। তাই বিনা জাঁকজমকে কোনও রকমে করে এবার পালিত হল মাহেশের জগন্নাথ দেবের ঐতিহাসিক চন্দন উৎসব। মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী জানান, অক্ষয় তৃতীয়ার দিনেই জগন্নাথ দেবের চন্দন উৎসব পালিত হয়। এই উৎসবের মধ্যে দিয়ে রথযাত্রার সূচনা হয়।

এই প্রথম এখানে আড়ম্বর ছাড়াই এই ধর্মীয় রীতি পালন করা হল। সকালে বিগ্রহে চন্দন লেপন করা হয়। ২৩ জুন রথযাত্রা। এই পরিস্থিতি চলতে থাকলে কীভাবে রথযাত্রা হবে তাই ভেবে চিন্তিত মন্দির কর্তৃপক্ষ।

Corona update
Previous articleকরোনা পরিস্থিতির মধ্যেই পঙ্গপাল হামলার আশঙ্কা ভারতে
Next articleকোভিড ১৯: আক্রান্ত ৩ কর্মী, বন্ধ মারওয়াড়ি রিলিফ সোসাইটি