Saturday, August 23, 2025

পুরীর রথযাত্রা উৎসব বাতিল হতে চলেছে,২৮৪ বছরের ইতিহাসে এই প্রথমবার

Date:

Share post:

২৮৪ বছরের রথযাত্রার ইতিহাসে সম্ভবত এই প্রথমবার জগন্নাথদেব মাসির বাড়ি যেতে পারবেন না৷ পরিস্থিতি বলছে, এ বছরের পুরীর রথযাত্রা উৎসব বাতিল হতে চলেছে৷ করোনা’র কারণেই এমন ঘটনা ঘটতে চলেছে৷

অন্যান্য বছরের তুলনায় এ বছরের রথযাত্রা কিছুটা আগেই পড়েছে। পঞ্জিকায় রথযাত্রার নির্ধারিত দিন আগামী ২৩ জুন। ততদিনে করোনা’র দাপট কমে গেলেও যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা বহাল থাকবে দেশজুড়েই। ৩০ জুন পর্যন্ত সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। অন্য রাজ্যও এমনই ভাবছে৷
এই পরিস্থিতিতে এ বছরের রথযাত্রা বাতিল হওয়া ছাড়া, বিকল্প কিছুই দেখছে না ওড়িশা প্রশাসন৷ তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জগন্নাথ মন্দিরের পরিচালন কমিটির প্রধান তথা পুরীর গজপতি রাজা দিব্যসিংহ দেব জানিয়েছেন, ৩ মে’র পর লকডাউনের পরিস্থিতি কেমন থাকে, কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপরেই নির্ভর করছে এ বছরের রথযাত্রার ভবিষ্যৎ ৷

সূত্রের খবর, এ বার পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরেই রথযাত্রা পালন করার প্রস্তুতি চলছে৷ ওড়িশা সরকার প্রাথমিকভাবে জানিয়েছে, অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে মন্দিরের ভেতরে রথযাত্রার পূজার্চনা হতে পারে৷ তবে কোনও অবস্থাতেই মন্দিরে কোনও ভক্ত প্রবেশ করতে পারবেন না।
গোটা দেশে লকডাউন শুরু হওয়ার আগেই ভক্তদের জন্য প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিল জগন্নাথ মন্দির। পর্যটকদেরও পুরী ছাড়তে অনুরোধ করা হয়েছিলো মাইকিং করে৷। প্রশাসনের দাবি, আগাম ব্যবস্থা নেওয়ার জন্যই পুরীতে এখনও কোনও করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। ওড়িশায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১১৮ জন৷ এই আক্রান্তরা সবাই ভুবনেশ্বর, কটক, ভদ্রক, জাজপুরের বাসিন্দা। পুরী এখনও করোনা-মুক্ত৷

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...