ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি, মৃত্যু ১১৪৭ জনের

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯৯৩ জন। আপাতত এটাই সর্বাধিক৷ এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩৫ হাজারের গণ্ডি।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে তথ্য পেশ করেছে তাতে দেখা যাচ্ছে:

◾ভারতে এখন মোট করোনারোগীর সংখ্যা ৩৫,০৪৩।

◾এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন ২৫,০০৭ জন।

◾সুস্থ হয়েছেন ৮৮৮৯ জন।

◾মৃত্যু হয়েছে ১১৪৭ জনের।

◾গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৯ জনের

◾গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন।

◾এই তথ্য অনুযায়ী ভারতে এখন সুস্থতার হার ২৫.৩ শতাংশ।

◾বৃহস্পতিবার সকালে এই হার ছিল ২৫.১৯ শতাংশ।

◾গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন সংক্রমণ বেড়েছে ৬.০৬ শতাংশ হারে, যা গত কয়েকদিনের তুলনায় বেশি।

◾সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ৬.৭৬ শতাংশ হারে।

◾গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন মহারাষ্ট্রে । ফলে সে রাজ্যে আক্রান্তের সংখ্যা এখন ১০ হাজার পেরিয়ে গিয়েছে।

◾গুজরাতে আক্রান্ত হয়েছেন ৩১৫ জন। ফলে সে রাজ্যে এখন আক্রান্ত সাড়ে ৪ হাজারের কাছাকাছি।

◾তামিলনাড়ুতে গত ২-৩ দিনে সংক্রমণের মাত্রা ক্রমশ বেড়ে গিয়েছে আচমকা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৬১ জন, যার মধ্যে ১৩৮ জনই চেন্নাইয়ের। যদিও সুস্থতার নিরিখেও অনেকটাই এগিয়ে রয়েছে সে রাজ্য।

◾এখনও সব থেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন মহারাষ্ট্রে, মোট ১৭৭৮ জন।

◾দিল্লিতে সুস্থ হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

◾গত ২৪ ঘণ্টায় ৩৭ জন নতুন করে আক্রান্ত হওয়ায় পশ্চিমবঙ্গে এখন মোট করোনারোগী ৭৯৫ জন।

◾পশ্চিমবঙ্গে সুস্থ হয়েছেন ১৩৯ জন।

◾পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ৩৩ জন।

Previous articleরেশন দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধানের উপর হামলা
Next articleলকডাউনে পয়লা মে