রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এবার উদ্যোগী হল কর্ণাটক সরকার। বিজেপি পরিচালিত এই সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই “বিশেষ” ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, কর্ণাটকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু হঠাৎই সেই ট্রেনগুলি বাতিল করে দেয় কর্ণাটক সরকার। যার ফলে দেশজুড়ে প্রবল বিতর্ক দেখা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের খুব দ্রুত কাজে যোগদান করানো হবে। ফলে তাঁদের বাড়ি ফেরার জন্য ট্রেনের কোনও প্রয়োজন নেই। এবং সেইসঙ্গে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরার ট্রেনগুলি বাতিল করে দেয় কর্ণাটক সরকার।

কিন্তু সেই ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সুর পালটে পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল ইয়েদুরাপ্পার সরকার। জানা গিয়েছে, আগামী ৮ থেকে ১৫ মে কর্ণাটক আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ১৩টি ট্রেন চালানোর চিন্তাভাবনা করছে ইয়েদুরাপ্পার সরকার।
