Monday, January 12, 2026

মহামারিকে পরাস্ত করে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, মত পুরাতত্ত্ববিদের

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে একাধিক দেশে। এই পরিস্থিতিতে আর্থিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন পুরাতত্ত্ববিদ। তাঁর কথায়, এর আগে বহুবার মহামারি হয়েছে। তাতে বদলেছে বাণিজ্যের পথ। আর সেই পথ ধরেই ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি।

দক্ষিণ অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ ও প্রাচীন ইতিহাস গবেষক আনিয়া কোতার্বার মতে মহামারি হলেও ঘুরে দাঁড়াবে অর্থনীতি। তিনি বলেন জনসংখ্যার বৃদ্ধি এবং প্রাচীন কালে সেই সময়ের মতো করে যখন বিশ্বায়ন হয়েছে তখনও মহামারির কোপ পড়েছে মানব জাতির ওপর। তবে আশ্চর্যের বিষয় হল তার ফলে অর্থনীতি চাঙ্গা হয়েছে।

কোতার্বা বলেন, “ত্রয়োদশ শতকে ব্ল্যাক ডেথের জেরে ইউরোপ ও তার দেশগুলির জনসংখ্যা চার ভাগের এক ভাগ হয়ে যায়। দেখা গিয়েছে এর ফলে শ্রমিকদের কাজের পরিবেশ আগের চেয়ে ভাল হয়েছে। বাজার উদার হয়েছে এবং অর্থনীতি চাঙ্গা হয়েছে।” মানুষ সবচেয়ে বেশি মাত্রায় অভিযোজনে সক্ষম বলে জানান কোতার্বা। প্রায় ৭৬ হাজার বছর আগে তোবা নামে ভয়ানক এক অগ্ন্যুৎপাত হয়। যার ফলে বিশ্বে মাত্র তিন থেকে দশ হাজার মানুষ বেঁচেছিলেন। তিনি আরও বলেন, আবার ৫৪১-৫৪২ খ্রিস্টাব্দে লেট রোমান জাস্টিনিয়ান প্লেগ হয়। সেই সময় আড়াই থেকে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়। কিন্তু বেঁচে যান তার চেয়েও বেশি মানুষ।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে কোতার্বা বলেন, এই মহামারির কিছু সুফল আছে। যেমন আবহাওয়ার পরিবর্তন। লকডাউনের ফলেই তা সম্ভব হয়েছে। তিনি মনে করেন প্রাচীন রোম থেকে মধ্যযুগের ব্রিটেন প্রতিক্ষেত্রে মানুষ পরাস্ত করেছে মহামারিকে। এবারও তা সম্ভব হবে।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬৪তম জন্মদিবস উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই...

বিজেপির দমননীতি তামিলনাড়ুতেও: সোমবার সিবিআই দফতরে থালাপতি বিজয়

বিরাট জমায়েত করে বিপুল জনসমর্থন নিয়ে জনসভার আয়োজন করেছিলেন অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা থালাপতি বিজয় (Thalapathy...

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের...

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...